Book : ছোটদের ছোট গল্প
Writer : আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী
Review :
আমরা অনেক সময় ছােট-ছােট কাহিনী বা গল্প পড়ে, শুনে ও বলে থাকি। যাতে থাকে অনেক রকম জ্ঞান ও শিক্ষা। আমার মনে হয়, আমাদের কচি-কাঁচার শিশুদের জন্য সেই সব গল্পকে বই আকারে প্রকাশ করেছেন লেখক তার চমৎকার লেখনী দ্বারা । অবশ্য কিছু গল্প আছে কুরআন ও হাদীস থেকে সংগৃহীত সত্য ইতিহাস। আর কিছু আছে উপমা স্বরুপ। শিশুদের মােমের মনে সেসব চিত্রিত হলে বড় হয়ে চলার পথে পাথেয় হবে।
আজকের শিশু, কালকের পিতা। নানা রােগের কবল থেকে বাঁচানাের উদ্দেশ্যে যেমন নানা ভ্যাকসিন দেওয়া হয়, তেমনি এই বিশ্বায়নের যুগে বেশি বেশি করে তাদেরকে ঈমানী টীকা দেওয়া প্রত্যেক মুসলিম পিতামাতার কর্তব্য। নচেৎ সময়ে অবহেলা করলে পরে পস্তাতে হবে সকলকে। আসুন আমরা গােড়া থেকে শুরু করি, ঈমানদার শিশু গড়ি। তাওফীক ও প্রয়াস আল্লাহর হাতে। আমরা তাঁর নিকট থেকে তা প্রার্থনা করি।
বইটিতে পাবেন
১। স্রষ্টার অস্তিত্ব
২। এক ঢিলে তিন শিকার
৩। আমানতদারীর পুরষ্কার
৪ । অকৃতজ্ঞতার প্রতিফল
৫। যে কাজে আল্লাহ বিস্মিত
৬ । বিনয়ের নমুনা
PDF নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
Download Link
1 Post a Comment so far
পোস্টটি সম্পর্কে অবশ্যই একটা মন্তব্য করবেন।
EmoticonEmoticon